বৃহস্পতিবার দুপুরে পৌরসভার লকডাউনকৃত ৪নং ওয়ার্ডের পাইকপাড়া মহল্লার ১৫টি পরিবার, ৫ নং ওয়ার্ডের মধ্যপাড়া মহল্লার ১২টি পরিবার ও ৮নং ওয়ার্ডের কাজীপাড়া মহল্লার ১৩টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।
এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আটা, ১টি নুডলসের প্যাকেট, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু, এক কেজি পটল, এক কেজি বরবটি, এক কেজি কাকরল, এক কেজি বেগুন, একটি মিষ্টি কুমড়া, দুটি আনারস ও এক কেজি করে আম দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেনসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এদিকে সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত মোট আক্রান্ত ৬৫২ জনের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২১২ জন। এরমধ্যে পৌরসভার ৪, ৫ ও ৮ নম্বর ওয়ার্ডেই রয়েছে প্রায় অর্ধশতাধিক করোনা আক্রান্ত রোগী।
করোনাভাইরাস দিন দিন বাড়তে থাকায় ওই তিনটি ওয়ার্ডের চারটি এলাকাকে ‘রেড জোন’ ঘোষনা করে গত ১৩ জুন রাত ১২টায় লকডাউন করা হয়।